আহবায়ক হালিম মারামত ও সদস্য সচিব পলাশ পাইক জিয়া মঞ্চের আগৈলঝাড়া উপজেলা আহবায়ক কমিটি গঠন

বরিশাল ব্যুরো:-

বরিশালের আগৈলঝাড়ায় জিয়া মঞ্চের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ হালিম মারামাতকে আহবায়ক ও পলাশ পাইকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চের আগৈলঝাড়া উপজেলা আহবায়ক কমিটি ১০ জানুয়ারী অনুমোদন করেন জিয়া মঞ্চের বরিশাল জেলা উত্তর সভাপতি তালুকদার মো.বিপ্লব ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার। এই কমিটি অনুমোদন করায় শুক্রবার রাতে মোঃ হালিম মারামাতকে আহবায়ক ও পলাশ পাইকের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ বাদল সিকদার,মোঃ হেলাল সিকদার,মোঃ আনিছুর রহমান,মোঃ লালন ফকির,মোঃ শামছুল হক খান,মোঃ তাজিন মোল্লা,মোঃ রানা খান,মোঃ নাজমুল হাওলাদার,মোঃ শামিম,মোঃ আনোয়ার হোসেন সিকদার,মোঃ রাব্বি খলিফা,মোঃ মামুন হোসেন,আলাউদ্দিন,মোঃ আজিজুল,মোঃ স্বপন খান,মোঃ জসিম,মোঃ শহিদ মিয়া,মোঃ ইসমাইল হোসেন পাইক,পরিমল রায়,পংকজ,রফিকুল ইসলাম খান,লাল মিয়া হাওলাদার,জিয়া মঞ্চের
সদস্য মোঃ জলিল মোল্লা,মোঃ রাজু সরদার,মোঃ ইলিয়াজ খান,
মোঃ মনির হোসেন,মোঃ নান্নু হাওলাদার,মোঃ মকবুল হোসেন,মোঃ জলিল হাওলাদার,মোঃ সুমন পাইক,মোঃ খোকন ভাট্টি,প্রফুল্ল বৈদ্য,লালন মিয়া,মোঃ মিলন মিয়া,মোঃ মিলন সরদার,তালুকদার মোঃ বিপ্লব,মোঃ জাহিদুল ইসলাম,মোঃ শিফাত মোল্লা,সুমন মধু,মোঃ রায়হান ইসলাম তালুকাদার,ছাব্বির শরীফ,রুস্তুম মোল্লা,
রিপন পাইক,মোঃ করিম বেপারী,শামছুল হক ফকির,রবিউল মিয়া,জাহাঙ্গির হোসেন,মোঃ জলিল মোল্লা,ইব্রাহিম সরদারসহ অন্যানরা।

সর্বশেষ