সর্বশেষ
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী কর্তৃক মোবাইল কোর্টকে পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ মনিটরিং সহযোগিতা প্রদান
ছাত্র আন্দোলন ও ক্রসফায়ারের নামে হত্যাকান্ডের বিচারের দাবীতে সমাবেশের ডাক: এম জহির উদ্দিন স্বপন
মনোহরদীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের
সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা
আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড
ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া
Next
Prev

আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড

আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড

গত বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বৈঠক করতে চান। দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে।  এ নিয়ে তুমুল কৌতূহল শুরু হয়। পরদিন বিষয়টি স্বীকার করে মস্কোও। তবে কোথায় কবে বৈঠকটি হবে তা নিয়ে ধোঁয়াশ রয়েছে।এদিকে রোববার (১২ জানুয়ারি) রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, যদি এমন কোনো অনুরোধ আসে আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠকটি আয়োজন করতে চায় সুইজারল্যান্ড। এ জন্য দেশটি আগ্রহের বিষয়টি তুলে ধরেছে।

সুইজারল্যান্ডের লে তেম্পস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনা আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড।সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোলাস বিডোউ উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, বুর্গেনস্টক সামিটের পর থেকে ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের শান্তি প্রচেষ্টায় সহায়তা করার প্রস্তুতির কথা নিয়মিতভাবে জানানো হয়েছে।

তবে পত্রিকাটি আরও জানায়, সুইস কর্তৃপক্ষ এই বিষয়ে নিজ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করবে না। লে তেম্পসের প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ড এমন কয়েকটি দেশের মধ্যে একটি, যারা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত।

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে।  ট্রাম্পের মতে, ইউক্রেন সংকটের সমাপ্তি ঘটানো প্রয়োজন। পরবর্তীতে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই বৈঠক করতে প্রস্তুত। পেসকভ বলেছেন, আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ট্রাম্প নিজেও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। তার এই আগ্রহকে স্বাগত জানায় মস্কো।

সূত্র: যুগান্তর

সর্বশেষ