জাককানইবি থেকে ঢাকা অবধি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চেয়ে মানববন্ধন

জাককানইবি থেকে ঢাকা অবধি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চেয়ে মানববন্ধন

মোছা.জান্নাতী বেগম (নজরুল বিশ্ববিদ্যালয়) :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু ও ঢাকা রুটে চলমান গণপরিবহনের ময়মনসিংহ বাস মালিক সমিতির সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা ভাড়া নির্ধারনের দাবিতে  মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

১২ জানুয়ারি (রবিবার) বিকাল ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের

প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে তাদের দাবি তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা।

ঢাকা ময়মনসিংহ রোডে  ময়মনসিংহ, গাজীপুর,নরসিংদী,উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের যাতায়াত বেশি।এসব এলাকার শিক্ষার্থী, শিক্ষকসহ সকলেরই দাবি যাতায়তের সুবিধার্থে যেনো নিজস্ব বাস সার্ভিস চালু করা হয়।শিক্ষার্থীদের দাবি ঢাকা-ময়মসিংহ রুটে পরিবহন মালিকদের সিন্ডিকেটের কারণে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি হেল্পার এবং কন্ট্রাক্টরদের কাছে প্রায় সময়েই আমাদের হেনস্তার শিকার হতে হয়।

এ বিষয়ে পরিবহন প্রশাসক ড. মো. আরিফুর রহমান    বলেন, শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছে সে দাবি সম্পর্কে আমি অবগত আছি এবং সেটা আমার নিজেরও দাবি। আমাদের সক্ষমতা অনুযায়ী উপাচার্য এবং ট্রেজারার স্যারের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্তে উপনিত হবো। যদি সক্ষমতা থাকে আমাদের আমরা চেষ্টা করবো প্রতিদিনই গাড়ি দিতে,  না পারলে অন্তত একদিন দেয়ার চেষ্টা করবো। আমাদের আন্তরিকতার ঘাটতি নেই, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এ নিয়ে উপাচার্য অধ্যাপক ড.জাহাঙ্গীর আলম বলেন,  সংশ্লিষ্ট সকলের সাথে বসে আমরা একটি সিদ্ধান্তে আসার চেষ্টা করবো।

বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন,

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাস যেখানে পার্শ্ববর্তী জেলায় নিয়মিত শিক্ষার্থী আনা নেয়া করে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় এখনো ময়মনসিংহ থেকেই বের হতে পারে নি।যার দরুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন সুবিধা থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছে।

এছাড়া ঢাকা রুটের যে বাস সার্ভিস আছে তা অত্যন্ত নিন্মমানের। সীট পাওয়া যায় না, বাস ভাড়া কোন নির্দিষ্ট করা নেই, নারী শিক্ষার্থীরা নিয়মিত বাস কন্ট্রাক্টর ও হেলপার থেকে হয়রানির স্বীকার হচ্ছে।

নরসিংদী স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান বলেন, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারসহ অন্যান্য জেলার শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ রুটে নিয়মিত যাতায়াত করে। যারা প্রায় প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাসায় যায় আবার রবিবার সকালে এসে ক্লাস করে। তাছাড়া চাকরির পরীক্ষার জন্য অধিকাংশ শিক্ষার্থীদের ঢাকা অভিমুখে চলাচল করতে হয়। হাফ ভাড়ার ও সুযোগ নাই এই রুটে। নিয়মিত না হোক অন্তত বৃহস্পতিবার “ক্যাম্পাস টু ঢাকা” বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল এখন সময়ের দাবি।

গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সুমাইয়া শারমীন শিমু বলেন, ঢাকা বাংলাদেশের রাজধানী।পড়াশোনা শেষ করে এক পর্যায়ে চাকরির তাগিদে আমাদেরকে ঢাকা অভিমুখী হতে হবে।এছাড়াও ত্রিশাল থেকে ঢাকায় যাওয়ার সময় শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে বাসের হেল্পার,চালক, রাস্তায় দাঁড়ানো বাসের দালালের কাছে ভাড়া নিয়ে নানান ভাবে হেনস্তার শিকার হতে হয়। নারী শিক্ষার্থীদের বাসে ভীড়ের মধ্যে দাঁড়িয়ে গমন করতে হয়। ভাড়া নিয়ে ঝামেলা করতে হয়। পরিশেষে, রাজধানীর সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় তবে শিক্ষার্থীদের শিক্ষাগত মান, প্রয়োজন, গবেষণা, নিজের প্রতিভাকে বিস্তৃত করার বিভিন্ন প্লাটফর্ম পাওয়া যাবে।তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আন্তরিকভাবে অনুরোধ করছি শিক্ষার্থীদের সমস্যা নিরসনে অতি দ্রুত ঢাকা পর্যন্ত বাস সার্ভিস চালু করা।

সর্বশেষ