বিজয়নগর সীমান্তে সাড়ে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে সাড়ে

২৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি’র) সদস্যরা।

রোববার (১২ জানুয়ারি) ৩টা ৪০ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল উপজেলার ফুলতলী এলাকা হতে চোরাচালানটি আটক করেন।

আটককৃত চোরাচালানে রয়েছেঃ ভারতীয় ক্লপ-জি ক্রিম- ১,০৯২ পিস এবং ভারতীয় 5mm Hexagon Warm White বাল্ব-৮৫,০০০ পিস। যার সিজার মূল্য ২৭ লক্ষ ৫৭ হাজার ৪শত ৮০ টাকা।

চোরাচালান আটকের বিষয়ে নিশ্চিত হয়ে
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল ফারাহ্ মোহাস্মদ ইমতিয়াজ বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে এসব ভারতীয় চোরাচালানী পণ্য আটক করে। এবং আখাউড়া কাষ্টমস অফিসে জমা করে।

তিনি আরো বলেন, সীমান্ত দিয়ে ভারত হতে কোন ধরণের চোরাচালানী মালামাল যেনো বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)’র বিশেষ অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ