লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল!

আকাশ দাশ সৈকত

দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিযে বাংলাদেশ দলের সাথে থাকছে না সেটা জানা গিয়েছিলো আগেই। তবে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাশের ।

সম্প্রতি ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাশের। ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ ফিফটি এসেছে ২০২৩‍ বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে এরপর ব্যাট হাতে আর খেলতে পারেনি বড় ইনিংস । সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও নিজের ছায়া হয়ে ছিলেন লিটন । তাইতো অবশেষে আগামী মাস থেকে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন এই ব্যাটার। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে লিটন ছাড়াও দলে নেই তরুণ পেসার শরিফুল ইসলাম। তবে চোটের কারণে বিপিএল খেলতে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন ওপেনার সৌম্য সরকার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

সর্বশেষ