বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদী সার্ভিল্যান্স অভিযান

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী ও সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-

(১) মেসার্স তাসিন ফুড, যশোদল বাজার, সদর, কিশোরগঞ্জকে বিস্কুট, কেক, ব্রেড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। প্রতিষ্ঠানটির উৎপাদন পরিবেশ উন্নয়ন করে পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করার জন্য অনুরোধ ও নির্দেশ প্রদান করা হয়।
(২) মেসার্স রাজলক্ষী ট্রেডার্স, বত্রিশ, সদর, কিশোরগঞ্জ, (৩)জনী অয়েল মিল, বড়বাজার, মোরগমহল, সদর, কিশোরগঞ্জ, (৪)অয়ন্তিকা অয়েল মিল, বড়বাজার, মোরগমহল, সদর, কিশোরগঞ্জ প্রতিষ্ঠানত্রয়ের প্রস্তুত,মোড়কজাত ও বাজারজাতকৃত সরিষার তেল এ সিএম লাইসেন্সে ব্রান্ড সংযোজনের এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
(৫) জয় মা মিষ্টান্ন ভান্ডার, ১৪৬৫, কালীবাড়ী মোড়, সদর, কিশোরগঞ্জ,(৬) পিকে মিঠাই, কালীবাড়ী মোড়, সদর, কিশোরগঞ্জ, (৭) জয় বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, কালীবাড়ী মোড়, সদর, কিশোরগঞ্জ প্রতিষ্ঠানত্রয়ের প্রস্তুত,মোড়কজাত ও বাজারজাতকৃত ফার্মান্টেড মিল্ক, সুইটমিট এর সিএম লাইসেন্সে এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
(৮) ম্যানুফেকচারার অব স্ট্যান্ডার্ড ব্রিকস, কর্শাকড়িয়াইল, সদর, কিশোরগঞ্জ, (৯) মেসার্স এম.বি.এস ব্রিকস, আদমপুর, মসূয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ, (১০) মেসার্স এইচ. বি. এস ব্রিকস, রামদী, কটিয়াদী প্রতিষ্ঠানত্রয়ের প্রস্তুতকৃত ক্লে ব্রিকস পণ্যের অনুকুলে সিএম লাইসেন্সে গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

জনাব মোহাম্মদ পারেভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মো: আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি) এই অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ