সীমান্তে ২ দিনে সাড়ে ৩৪ লাখ টাকার চোরাচালান জব্দ করেছে ৬০ বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকা গুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই দিনে ৩৪ লাখ ৬৩ হাজার ৯৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবির সদস্যরা।

২০ জানুয়ারি হতে ২১ জানুয়ারি দুই দিনে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা , বড়জ্বালা,কাজিয়াতলী, কসবা, চন্ডিদার ও মাদলা বিওপির সদস্যরা এসব চোরাচালান জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন অধীনস্থ বিওপি গুলো দিন রাত অভিযান অব্যাহত রেখেছে। গত দুই দিনে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা , বড়জ্বালা,কাজিয়াতলী, কসবা, চন্ডিদার ও মাদলা বিওপির সদস্যরা ৩৪,৬৩,৯৮০ (চৌত্রিশ লাখ তেষট্টি হাজার নয়শত আশি) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও বিভিন্ন প্রকার চোরাচালানের মালামাল জব্দ করেছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় বাসমতি চাউল ৬২০ কেজি, কসমেটিক্স সামগ্রী ১৪৪৭ পিস, কিসমিস ১০ কেজি, গরু ১টি, চিনি ৬৯৭৫ কেজি, ফুচকা ১৯ প্যাকেট, বাঁজি ৫৬,০০০ পিস, গাঁজা ২৪ কেজি, ফেন্সিডিল ৩০ বোতল এবং ইস্কফ সিরাপ ২০২ বোতল।

তিনি আরো বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

সর্বশেষ