নলতায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ শহীদুল আলম

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: “আমাকে সমালোচনা করলে বুঝে নিবো সঠিক পথে আগাচ্ছি, সমালোচনার বিষয়গুলো সংশোধন করবো, সামনে এসে প্রশংসা করলে বুঝবো ভুল পথে আগাচ্ছি”।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশি ডাঃ শহিদুল আলম মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪ টায় নলতা চৌমুহনী তার নিজস্ব বাসভবনে সাংবাদিক ও দলীয় নেতাদের সাথে মতনিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাংবদিকরা সমাজের দর্পন, সত্য ও সঠিক পথ অবলম্বন করাই তাদের লক্ষ।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক মীর জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক গাজী জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মামুন বিল্লাহ, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, সাংবাদিক আবুল হোসেন, সাংবাদিক হারুন অর রশিদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাবু মিলন কুমার, নলতা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক কিসমাতুল বারি, উপজেলা যুবদলের আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ, সাবেক ছাত্রনেতা মো: মোজাফফর হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাজু আহমেদ জাকির, মো:আইয়ুব হোসেন, ইব্রাহিম হোসেন, শামীম পারভেজ ও নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ