মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করার সময় গ্রেফতার-২

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: রাজধানীর মিরপুর ১০ নং গোলচত্বর এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ ফারুক গাজী (২৫) ও ২। মোঃ সিদ্দিক (১৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু, একটি স্টিলের পাইপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৮:৫০ ঘটিকায় মিরপুর ১০ নং গোলচত্বর এলাকার আল বারাকা হোটেলের সামনে থেকে ছিনতাই করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ৮:৩০ ঘটিকায় জনৈক শাহরিয়ার নাজিম আলভী (১৮) নামের একজন ছাত্র বই কেনার জন্য মিরপুর ১০ নং গোলচত্বরের আল বারাকা হোটেলের সামনে যায়। আলভী সেখানে পৌঁছামাত্র গ্রেফতারকৃতরাসহ আজ্ঞাতনামা আরো ২/৩ জন ধারালো চাকু ও লোহার পাইপ দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে বাঁধা দিলে দুস্কৃতকারীরা তাকে আঘাত করে তার কাছে থাকা নগদ ৪৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে মিরপুর মডেল থানা পুলিশের টহলটিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ফারুক ও সিদ্দিককে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা ২/৩ জন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে একটি ধারালো চাকু, একটি স্টিলের পাইপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মাতার অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মিরপুর মডেল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো বলে প্রাথমিক জ্ঞিাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ