বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে। বিমানবন্দরের পরিচালক একাত্তরকে এ খবর নিশ্চিত করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। এরপরই সকাল ৯টা ২০ মিনিটে ওই ফ্লাইটি নিরাপদে অবতরণ করে।

এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি চলছিলো। প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চলছে।

ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে টার্মিনালে নেয়া হয়েছে। উড়োজাহাজটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

3sজানা গেছে, বোমা হামলার হুমকি ওই ফ্লাইটের পাইলট বা কো পাইলটকে নয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে দেয়া হয়েছে।

একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। তবে সেখানে কী বলা হয়েছে তা সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত জানা সম্ভব হয়নি।

সর্বশেষ