সিলেটে গোষ্ঠী বীমার মরণোত্তর দাবীর চেক হস্তান্তর

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি: এর সিলেটস্থ প্রধান কার্যালয়ে এই প্রতিষ্ঠানের ম্যানেজার মরহুম মো: শামসুল আলম তৌফিকুর রব চৌধুরী’র গোষ্ঠী বীমার মরণোত্তর দাবী বাবদ ১৯ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

জীবন বীমা কর্পোরেশনের সিলেট রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ খায়েরুজজামান সিলেট গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি: এর ম্যানেজিং ডাইরেক্টর জনাব মো: আতিকুর রহমান-এর নিকট আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি: এর জেনারেল ম্যানেজার প্রকৌ. মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ, জেনারেল ম্যানেজার-অর্থ জনাব সুনীল কুমার বৈষ্ণব, জেনারেল ম্যানেজার-কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, কর্পোরেশনের ম্যানেজার-গ্রুপ জনাব মো: জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ