ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিসি ক্যামেরার ভিডিও ফোটেজ দেখে চোর সনাক্ত করে, চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) তাদের আটক করা হয়।
চোর চক্রের চার সদস্যরা হলেন, কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মহরম আলীর ছেলে রাকিব হোসেন(২৫), মোগড়া গ্রামের মৃত হাসান মিয়ার ছেলে মোঃ মঞ্জিল মিয়া(৩২) ও একই গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে মোঃ বাছির মিয়া(৩৮) এবং চোর চক্র থেকে মাপার মেশিন ক্রয়কারী একই এলাকার দরুইন গ্রামের মোঃ কাজল মিয়া(৬০)।
জানাগেছে,গত ১৪ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের ভিতরে পাকা দেয়াল ও টিনসেড বিশিষ্ট গোডাউন ঘরের ভিতরে প্রবেশ করে গোডাউন থেকে (দশ হাজার টাকা মূল্যের) মাছের খাদ্য ওজন করার একটি ডিজিটাল মেশিন চুরি করে নিয়ে যায় চোরচক্র। পরে গোডাউনের মালিক বিল্লাল হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় একটি চুরির মামলা দায়ের করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, এসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মোগড়া উচ্চবিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরচক্র সনাক্তত করে। এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। এবং তাদের দেখানো মতে ওজন করার ডিজিটাল মেশিনটি উদ্ধার করা হয়েছে।