এম এইচ শাহীন:
গাজীপুরে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করছে গাছা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর।
সোমবার (১৭মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে গাজীপুর মহানগরীর গাছার বোর্ড বাজারের মির্জাপুর সিএনজি পাম্প এলাকায় দুই হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করা হয়।
মাসব্যাপী ইফতারের কর্মসূচি হিসেবে শনিবার, রবিবার ও সোমবার বোর্ড বাজারের মির্জাপুর সিএনজি পাম্প এলাকায় এ ইফতারের আয়োজন করেন গাছা থানা বিএনপি ও অঙ্গ সংগঠন।
এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন গাছা থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।