আকাশ দাশ সৈকত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়ার দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার কারবিন বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদি কোন ক্রিকেটারকে প্রশ্ন করা হয় আইপিএল খেলবেন নাকি পিএসএল? তাহলে যেকোন ক্রিকেটারই প্রশ্নের উত্তরে জানিয়ে দিবে আইপিএল! যেমনটা করেছেন দক্ষিণ আফ্রিকার কারবিন বশ! পিএসএলে পেশোয়ার জালমির সাথে চুক্তি থাকলেও তিনি খেলবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
যার কারণে দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এইবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠে গড়াচ্ছে একই সময়ে । তাইতো বৈশ্বিক দুই টুর্নামেন্ট এক সময় অনুষ্ঠিত হওয়ার ক্রিকেটাররা পড়েছে বিপাকে! পিএসএল খেলবেন নাকি আইপিএল? কোনটা বেচে নেবে তারা? যেকোন একটাকে তো না বলতে হবে! তবে এমন অবস্থায় অধিকাংশ ক্রিকেটারের পছন্দের তালিকায় থাকবে আইপিএল! যেমনটা করেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার কারবিন বশ। তবে এই অলরাউন্ডারের পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেননি পিসিবি।
তাইতো এই ক্রিকেটার প্রতি ক্ষুদ্ধ হয়ে তারা বশের এজেন্টের মাধ্যমে তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। কীভাবে একটি দলে থাকতে থাকতে তাদের না জানিয়ে আর একটি দলে বশ যোগ দিলেন, সেই প্রশ্ন তোলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বশ জবাব দিতে না পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এইদিকে একটা দেশের ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্তির থাকার পর ও কেন নিজেদের ফ্র্যাঞ্চাইজি দলে ক্রিকেটার ভিড়িয়েছে তার জন্য ভারতীয় ক্রিকেট বিরুদ্ধে ও অভিযোগ তুলেছে পিসিবি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বশের কাজ থেকে এখনো কোন জবাব পাওয়া যায়নি। উল্লেখ্য ড্রাফট থেকে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশকে। তাকে ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছিল। কিন্তু আইপিএলের আগমুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার লিজার্ড উইলিয়ামস চোট পেয়েছেন। তিনিও দক্ষিণ আফ্রিকার পেসার। তারপরই মুম্বাই জানিয়েছে, উইলিয়ামসের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে বশকে।