শরীয়তপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে তানজিমা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর মা নাজমা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগসূত্রে জানা যায়, গত দুই বছর আগে শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের মেয়ে তানজিমা আক্তারকে উঠিয়ে নিয়ে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চররোসুন্দি গ্রামের সরোয়ার সরদারের ছেলে আনোয়ার সরদার বিয়ে করে।

পরে ওই মেয়ের বাবা জীবিত না থাকায় বিষয়টি মেনে নিতে বাধ্য হয়। এরপর থেকে তানজিমাকে যৌতুকের জন্য নির্যাতন করার এক পর্যায়ে ২ লাখ টাকা দিতে বাধ্য মেয়ের পরিবার। টাকা দেওয়ার পর আরও অত্যাচার করতে থাকে আরও টাকা নেওয়ার জন্য। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতিনিয়ত মারপিট করে ঘরের মধ্যে আটকে রাখে। এখন কিছুদিন ধরে আবারও ২ লাখ টাকা যৌতুক দাবি করছে। টাকা দেওয়া সম্ভব না বিষয়ে গৃহবধূর স্বামী আনোয়ার সরদার ও শাশুড়ি নুর নাহার বেগমকে জানালে ফের মারধর করে ও ঘরে আটকে রাখে গৃহবধূকে। খবর পেয়ে গত ১৬ মার্চ সকাল ৭ টার দিকে গৃহবধূকে তার স্বামীর বাড়িতে উদ্ধার করতে যায় গৃহবধূর মা। এসময় নাজমা বেগমকে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হুমকি প্রদান করে। হুমকির ভয়ে গৃহবধূকে চিকিৎসা করাতে পারে নাই তার মা নাজমা বেগম। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে নাজমা বেগম বাদী পালং মডেল থানায় একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে নাজমা বেগম বলেন, মেয়ে ও নাতির সুখের কথা চিন্তা এত মেয়ের ওপর সব অত্যাচার মেনে নিয়েছি। আমি এর বিচার চাই। এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

সর্বশেষ