জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ছাত্রদলের ঈদ উপহার

আখিনুর আক্তার, স্টাফ রিপোর্টার: খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে জুলাই গনঅভ্যুত্থান আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের মাঝে খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন কলেজ ছাত্রদলের আহবায়ক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন। মঙ্গলবার দুপুরে (১৮ মার্চ) এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের মধ্যে ওয়াহিদুজ্জামান নাহিন, সামির সরদার, তামজিদ আহমেদের বাসায় গিয়ে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

এ ব্যাপারে খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহবায়ক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন, জুলাই গনঅভ্যুত্থানে পুলিশে গুলিতে
আহতদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে আমাদের এই উদ্যোগে। ছাত্রজনতার আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে অবদান রাখায় ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করা হয়।

এসময় খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফারুক মিয়া, স্বেচ্ছাসেবী সংগঠন মডেলিয়ান এক্সপ্রেসের সিনিয়র সহ-সভাপতি আসোয়াদ ঢালী, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ জুনায়েদ, বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের খিলগাঁও থানার যুগ্ম সদস্য সচিব এ আর রাফিন সোহাগ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ