মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা

মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা

আরিফুল ইসলাম মালয়েশিয়া প্রতিনিধি:আজ বুধবার ক্লাং মহানগরের আওতাধীন রানতাউ পানজাং মসজিদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করা হয় । ক্লাং মহানগর বি এন পির সভাপতি ও উক্ত মসজিদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হোন মাওলানা মোস্তাক আহমেদ ফয়েজী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ ।

হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ইফতার পূর্ববর্তী সময়ে মাওলানা মোস্তাক আহমেদ ফয়েজী (পীর সাহেব নাগাইশ দরবার শরীফ) বলেন শত ব্যস্ততার মধ্যেও আপনারা প্রবাসে যেভাবে দ্বীনের দাওয়াতে কাজ করে যাচ্ছেন তা অবশই প্রশংসার দাবিদার ।আমার স্বপনের মসজিদ যেটা আপনাদের সবার সহযোগিতায় তিল তিল করে তৈরি হচ্ছে ।আজকা আপনাদের সাথে মিলিত হয়ে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে ।আপনাদের কাছে আমার সপ্নের মসজিদের জন্য দোয়া ও অর্থ সহয়তা কামনা করি ।
ওনার কথায় সাড়া দিয়ে তৎক্ষণাৎ প্রায় বাংলাদেশী টাকায় ৭ লক্ষ্ টাকা অর্থ সাহায্য ঘোষণা করা হয় ।
পরিশেষে প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করেন মাওলানা মোস্তাক আহমেদ ফয়েজী (পীর সাহেব নাগাইশ দরবার শরীফ)।

সর্বশেষ