নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংশোধনীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি ৭ বছর রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় তিনি আরো জানান, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে বাংলাদেশিদের চিকিৎসাসেবায় ভারতের বিকল্প হিসেবে চীনকে সব ধরনের সহায়তা চাইবে ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনা আলোড়ন তুলে দেশব্যাপী। ধর্ষকের বিচারের দাবিতে প্রতিবাদে মুখর হয় পুরো দেশ। নারী ও শিশু সুরক্ষায় দাবি ওঠে আইন সংশোধনের। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এদিন।
উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে এদিন ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের সংশোধনী পাশ হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এসেছে পরিবর্তন। নতুন সংশোধনীতে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে ৭ বছর।
এসময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, চীন সফরে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতামূলক বেশ কিছু পদক্ষেপ নেয়া হবে। স্বাস্থ্যসেবায় ভারতের বিকল্প হিসেবে চীনকে এগিয়ে আসার আহ্বান জানানো হবে।
বৃহস্পতিবারের বৈঠকে ৩ এপ্রিলও ঈদের ছুটি ঘোষণার পাশাপাশি চৈত্র সংক্রান্তিতেও তিন পার্বত্য জেলায় ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়।