বরিশাল ব্যুরো:-ফিলিস্তিনীদের গনহত্যার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইসলাম প্রিয় জনতার উদ্যোগে গতকাল শুক্রবার জুম্মা নামাজের পরে উপজেলা সদরে বিএইচপি একাডেমী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিএইচপি একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্পাদক পারভেজ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আবুল হোসেন মোল্লা, জামায়াতে ইসলামী নেতা মাওলানা ফজলুল হক, ইসলামী যুব আন্দোলনের সভাপতি নাসির শাহ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাবুবুর রহমানসহ প্রমুখ।