কালিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৪:৩০টার সময় কালিগঞ্জ উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলা যুগ্ন আহবায়ক শামীম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গরিবের ডাক্তার নামে খ্যাত সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার শহিদুল আলম,বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র জেলা আহবায়ক আবু জাহিদ ডাবলু,সদস্য সচিব শরীফুজ্জামান সজিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হাসান হাদী, জেলা আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, যুগ্ন আহবায়ক আখতারুজ্জামানসহ জেলার সেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটার ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ