ভৈরবে জোর পূর্বক জমি দখল মারধোর ও লোটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

এম আর ওয়াসিম ((কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে শিমুল কান্দিতে শহিদুল ইসলাম গংয়ের জমি জোর পূর্বক দখল, মারধোর ও লোটপাটের অভিযোগে একই এলাকার সাকিব মিয়া ওরফে জজ মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী শহিদুল ইসলাম ও তার পরিবার। শনিবার সকালে বাসষ্ট্যান্ড আমেনা ভবনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শহিদুল ইসলাম, তার ভাই দ্বীন ইসলাম ও ভগ্নি তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান,তার ভাই দ্বীন ইসলাম তার পুত্র কে চৌহদ্দি দিয়ে ৫ শতাংশ জমি হেবা দলিল করে দেন। কিন্তু পরে কাউকে না জানিয়ে তার পুত্র চৌহদ্দি পরিবর্তন করে সাকিবের কাছে উক্ত জমি বিক্রি করে দেন। কিন্ত চৌহদ্দি অনুযায়ী জমি না নিয়ে সাকিব তাদের মার্কেটের দোকান পাট ভাংচুর লোটপাট করে জোর পূর্বক দখল করার সময় বাধা দিলে তারা শহিদুল ইসলাম কে মারধোর করে আহত করে। এ ঘটনায় ভৈরব থানায় অভিযোগ দিলেও রহস্যজনক কারনে পুলিশ মামলা নেয়নি। পরে তারা আদালতে মামলা দায়ের করলে প্রতিপক্ষরা আদালতের দেয়া রায় ১৪৪/১৪৫ ধারা অমান্য করে জমিতে স্থাপনা তৈরী করছে। স্থাাপনা তৈরী না করতে পুলিশ নিষেধ করলেও তারা নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করছে । এ বিষয়ে ভগ্নিপতি তাজুল ইসলাম বলেন, জমি দখল করে স্থাপনা তৈরির সময় বাধাঁ দিলে সাকিবের লোকজন হামলা চালিয়ে শহিদুল ইসলাম কে মারধোর করে আহত করে। শুধু তাই নয় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে কাজ করছে। এ ঘটনায় একাধিকবার ভৈরব থানায় যোগাযোগ করলে ও আমাদের অভিযোগ আমলে নেয়নি ওসি সাহেব। তাই প্রশাসন ও সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানান।

সর্বশেষ