সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষল কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়। সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি প্রকৌশলী আবুল কাসেমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অস্যখ্য অগনিত মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। স্মরণকালের সেরা উপস্থিতিতে অনুষ্ঠিত এবারের ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রেজা। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ সমিতির প্রশাসক ও অতিরিক্ত সচিব আবু মাসুদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো: কামরুজ্জামান এনডিসি, পিএমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, শেখ মোয়াজ্জেম হোসেন, সুপ্রিমকোর্টের বর্ষিয়ান আইনজীবী এ্যাড মো: সহিদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: মনজুর ইলাহী, এস এম ছাইদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের প্রক্ল্প পরিচালক ও যুগ্ম-সচিব ড. মো: মোকতার হোসেন, সমিতির সহ-সভাপতি ইকবাল মাসুদ, মো: সামছুল আলম প্রমূখ। মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরার বিশিষ্ট আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা মো: আব্দুর রাজ্জাক। সুষ্ঠ ও সুন্দরভাবে সার্বিক অনুষ্ঠান সম্পন্ন করা জন্য উপস্থিত সদস্যরা আয়োজক কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ