জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মাহিদ-রাব্বানী জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ তম আবর্তনের মোঃ মাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের ১৫ তম আবর্তনের মোঃ গোলাম রাব্বানী। রবিবার (২৩ মার্চ) চাঁদপুর জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা মন্ডলী এই কমিটি ঘোষণা করে। কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসাবে আছেন মোঃ মেহেদী  হাসান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন মো:নাজিম উদ্দীন। এছাড়া কমিটিতে সাংগঠনিক  সম্পাদক হিসাবে আছেন ইকবাল মাহমুদ। সহ সভাপতি হিসেবে- পিপুল মজুমদার, আবদুল  কাইয়ুম ,যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন সাজিদ রহমান ইরাম,নাইমুর রহমান,মজিবুর রহমান সরকার,দপ্তর সম্পাদক হিসাবে আছেন তারিকুল ইসলাম,প্রচার সম্পাদক হিসাবে আছেন মোঃ মাহিম হোসেন, ক্রিড়া সম্পাদক হিসাবে আছেন আফরান রহমান শাহাদাত, অর্থ সম্পাদক হিসাবে আছেন মোঃ ওসমান গাজী, নারী বিষয়ক সম্পাদক হিসাবে আছেন রিমা আক্তার।

এছাড়াও, সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ৯ সদস্য বিশিষ্ট শিক্ষক উপদেষ্টা এবং ৮ সদস্য বিশিষ্ট ছাত্র  উপদেষ্টা এবং ৩৬ সদস্যের কার্যনিবাহী  উপদেষ্টা মন্ডলীর অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোঃ মাহিদ হোসেন বলেন,চাঁদপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় আমরা একসঙ্গে কাজ করবো যা হবে অতীতের থেকেও অনেক ভিন্ন মুখী এবং সংস্কার পন্থী। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী বলেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের কল্যাণে আমরা একতা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করব। নবীন শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার গাইডলাইন, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনসহ নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। সকলের সহযোগিতা ও ভালোবাসায় আমাদের এই যাত্রা সফল হবে ইনশাআল্লাহ।

সর্বশেষ