ওয়ানডের পরিবর্তে পাকিস্তান সিরিজে সব ম্যাচ টি-টোয়েন্টিতে

আকাশ দাশ সৈকত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার সিরিজের সব ম্যাচ ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টিতে হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দল এখন ব্যস্ত সময় পার করছে ঘরোয়া ক্রিকেট নিয়ে। ঘরের মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম থেকে খেলছেন ক্রিকেটাররা। তবে প্রথম লিগ শেষে আগামী মাসে জিম্বাবুয়ের সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে লিটন-শান্তদের। জিম্বাবুয়ে সিরিজ শেষে মে’ মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এবং সেইখান থেকে ফিরে জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান জাতীয় দলের। এই দুই সিরিজের সব ম্যাচ ওয়ানডে ফরম্যাটে হওয়ার কথা থাকলেও ধারণা করা যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই সিরিজের ৮ ম্যাচের সব কয়টি টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে।

আজ বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘প্রথম পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত। পরের তিন ম্যাচের বিষয়ে এখনো জানা নেই।’

এইদিকে নাজমুল হোসেন শান্তর টি-টোয়েন্টি অধিনায়ক থেকে পদত্যাগের পর নতুন টি-টোয়েন্টি অধিনায়ক এখনো ঘোষণা করেনি বাংলাদেশ । গুঞ্জন আছে সম্প্রতি ব্যাট হাতে অফফর্মে থাকা ওপেনার লিটন কুমার দাশের হাতে উঠতে চলেছে সেই দায়িত্ব।

সর্বশেষ