লরেন্স বিষ্ণোইয়ের হত্যার হুমকি সত্ত্বেও বহু চড়াই-উতরাইয়ে শুটিং শেষে ঈদে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান সিকান্দার সিনেমার শুটিং চলাকালীন বিষ্ণোই গংদের হত্যার হুমকি পান। তা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে শুটিং করেন ভাইজান। এ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কারণ লরেন্স বিষ্ণোইয়ের খুনের হুমকি সত্ত্বেও কখনো শুটিং বন্ধ রাখেননি সালমান। অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় কাজ করলেন এ দুই তারকা।
সম্প্রতি ‘সিকান্দার’-এর ঝলক মুক্তির অনুষ্ঠানেও বয়সের পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সালমান খান। যেখানে ভাইজানের জবাব শুনে হাসির রোল পড়ে যায় সামাজিক মাধ্যমে। মঞ্চে তখন ‘সিকান্দার’-এর পরিচালক ও প্রযোজক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা দাঁড়িয়ে। তাদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন সালমান। পাশে দাঁড়িয়ে ছিলেন রাশমিকা।
প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই এক সাংবাদিক সালমানকে তার ও রাশমিকার বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন করে বসেন। জবাবে মজার সুরে ভাইজান বলেন, যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোনো সমস্যা হচ্ছে না, তখন আপনার কেন এত সমস্যা হচ্ছে, বলুন তো?
সালমানের কথা শেষ হতেই সবাই হাসিতে ফেটে পড়েন। সাংবাদিকও লজ্জায় হাসতে থাকেন। সালমান ও রাশমিকা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশী ও প্রতীক বাবর। অঞ্জিনী ধাওয়ান (বরুণ ধাওয়ানের ভাগ্নি) রয়েছেন ছবিতে।
সূত্র: যুগান্তর