আকাশ দাশ সৈকত
সাভারে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তামিম ইকবাল। পরে জানা যায় হ্যাট অ্যাটাক করেছেন দেশসেরা এই ওপেনার ব্যাটার ।
জাতীয় দলকে বিদায় জানিয়ে ছিলেন আগেই। তবে ঘরোয়া ক্রিকেট নিয়ে এখনো ব্যস্ত সময় পার করছিলেন এই ওপেনার। সাভারে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে টস ও করতে নেমেছিলেন তিনি। তবে এরপর ম্যাচ চলাকালীন বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে নেওয়া হয়েছে। আর সেইখানে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। তবে এখন অবস্থা উন্নতির দিকে।
হাসপাতালে অবস্থান করা ম্যাচ রেফারি দেবব্রত পাল প্রথম আলোকে জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ব্লক পাওয়া গেছে। পরে তার শরীরে রিং পরানো হয়েছে ।
এইদিকে তামিমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়, জ্ঞান ফিরেছে এবং কথা বলছেন পরিবারের লোকদের সাথে ।
অন্যদিকে তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আজকের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে।