শরীয়তপুরে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের উদ্যোগে
ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) শরীয়তপুর সদরের মনোহর মোড়স্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা নায়েবে আমির কে.এম মকবুল হোসেন , সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ছাত্রশিবির সাবেক সভাপতি সাইয়েদ মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরিয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা সভাপতি সাখাওয়াত কাউসার ও ব্যবস্থাপনায় ছিলেন জেলা সেক্রেটারি কামরুজ্জামান কাউসার এবং সঞ্চালনায় ছিলেন জেলা স্কুল সম্পাদক রাসেল মাহমুদ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবির ছাত্রদের প্রাণের সংগঠন। ছাত্রদের নৈতিকতা সম্পন্ন ও দক্ষ করে গড়ে তুলতে এবং ছাত্রদের আদর্শিকভাবে গড়ে তুলে এই সমাজকে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের নিকটে আমরা প্রত্যাশা করি তারা যেনো সকল প্রকার অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকেন।

অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ