এক ডজন গান নিয়ে ঈদে আসছেন সালমা
ঈদে এক ডজন গান প্রকাশ করবেন মৌসুমী আক্তার সালমা। রমজানেই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। সালমা বলেন, ‘প্রতি ঈদেই আমার গান প্রকাশের সংখ্যা এ রকম কিংবা তার বেশি থাকে। এবারও তাই হচ্ছে। আমি বেশ আনন্দিত যে ভিন্ন ভিন্ন গীতিকবি ও সুরকারদের গান শ্রোতাদের হাতে তুলে দিতে পারছি। এদিকে, সালমা ব্যস্ত রয়েছেন ঈদের অনুষ্ঠান নিয়ে। তিনি আরো বলেন, ‘মাঝখানে একটু অসুস্থ ছিলাম। তার পরও গান করেছি, ঈদের অনুষ্ঠানের রেকর্ড করেছি। অন্য সময়ের তুলনায় রমজানে পরিবারকেও সময় বেশি দিতে পারছি। আমার শ্রোতাদের সঙ্গে এভাবেই রমজান ও ঈদ পার করতে চাই।

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ