আর ওয়াসিম :
( কিশোরগঞ্জ) ভৈরবে পঞ্চবটিতে পারিবারিক কলহের স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে \ নিহতের নাম আখিঁ বেগম । সে ১ সন্তানের জননী । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী ইমরান মিয়া কে আটক করেছে । লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্ঝ মর্গে প্রেরণ করা হয়েছে । তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হবে বলে নিহতের বাবা মাহবুব উল্রঅহ ও মা মরিয়ম বেগম জানিয়েছেন । নিহতের মা ও বাবা অভিযোগ করে বলেন ,২ বছর আগে তার মেয়েকে ইমরানের কাছে বিয়ে দিয়েছে । তাদের ১ টি ১ বছরের কন্যা সন্তান রয়েছে । তবে ইমরান মাদকাসক্ত ও বিক্রেতা । সে প্রায়ই তাদের মেয়েকে শারিরীক নির্যাতন করতো । আজ সকালে তার মেয়েকে গলায় ওড়না পেচিঁয়ে ঘর থেকে ঘোড়াকান্দা বলুর মাঠে টেনে হিচড়েঁ নিয়ে আসে । পরে ঘরে নিয়ে মারধোর করে হত্যা করে মরদেহ ফাসিঁতে ঝুলিয়ে রেখে আতœহত্যা বলে অপপ্রচার চালায় । তারা মেয়ে হত্যার বিচার চান । এ বিষয়ে ভৈরব থানা উপ-পরিদর্শক মোঃ ফরিদুজ্জামান জানান,খবর পেয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে । তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাননি বলেও জানান । এদিকে পৃথক ঘটনায় শহরের কালিপুরে মাদকাসক্ত যুবক ইমরানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানায়,ইমরান মাদকাসক্ত ছিলো । সে রাত আনুমানিক ৩ টার দিকে নিজ ঘরে ফাসিঁতে ঝুলে আতœহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে । তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।