মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

জবি প্রতিনিধি:

বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের দিন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ (২৬ মার্চ ২০২৫, বুধবার) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের স্মরণ করেন এবং তাঁদের চির শান্তি ও মঙ্গল কামনা করেন।

পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি এবং সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা পুরো ক্যাম্পাসকে স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে তোলে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের সার্বিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ