জবি প্রতিনিধি :
নীলফামারী সরকারি কলেজর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক জনাব সোলেমান আলী বিভিন্ন সময় নিজের বেতনের একটা অংশ ব্যয় করে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন দীর্ঘদিন ধরে। এছাড়াও তিনি জেলার বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তৃতা দিয়ে আসছেন। সম্প্রতি সময়ে তিনি জেলার বিভিন্ন গরীব দুঃখী মানুষকে সহযোগিতা করে আসছেন। উচ্চ মাধ্যমিকের একজন শিক্ষার্থী বলেন, স্যার আমাদের প্রথম থেকেই কীভাবে পড়াশোনা করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ( বিশ্ববিদ্যালয় ও নার্সিং কলেজে) পৌঁছাতে পারব সে বিষয়ে দিক নির্দেশনা দিয়ে আসছেন, পাশাপাশি বিভিন্ন বই ও দিচ্ছেন। এ প্রসঙ্গে সোলেমান আলী বলেন, আমি চাই দেশের অন্যান্য অঞ্চলের সাথে তাল মিলিয়ে নীলফামারীর পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যাতে এগিয়ে যায়, সে বিষয়ে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি।