আকাশ দাশ সৈকত
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নেপালের সংগঠক পুরুষোত্তম ক্যাটেল। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সাফ।
সাফের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদে ছিলেন দুই বাংলাদেশি। তবে প্রায় এক দশকের বেশি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা বাংলাদেশের আনোয়ারুল হক হেলাল বিদায় নেন সেই পদ থেকে। যার ফলে এতোদিন পদটি ফাঁকা ছিলো তবে এইবার সেই জায়গায় বসতে চলেছেন নেপাল ফুটবলের সাথে দীর্ঘদিনের পথচলা এবং এশিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে দক্ষ ভূমিকা পালন করা পুরুষোত্তম ক্যাটেল।
দাপ্তরিক কাজে দক্ষণ পুরুষোত্তম ক্যাটেল চলতি বছরের এপ্রিল মাস থেকে কাজ শুরু করবেন। ক্যাটেল পেশাগত জীবনের শুরুতে ক্রীড়া সাংবাদিক ছিলেন। পরবর্তীতে তিনি ফুটবল প্রশাসনে কাজ করেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনে গভর্নরস বিভাগে এক যুগের বেশি সময় কাজ করেছেন। এএফসি থেকে তিনি এখন সাফের সাধারণ সম্পাদকের পদে যোগ দিচ্ছেন।
সাফ ফুটবলের দায়িত্বে আসার পর ক্যাটেল বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে সাফ এ সাধারণ সম্পাদক হিসেবে যোগ দিচ্ছি। এটি আমার জন্য একটি বড় সুযোগ এবং একটি চ্যালেঞ্জও। আমি আমার ফুটবল ক্যারিয়ার শুরু করার পর থেকেই দক্ষিণ এশিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। এই অঞ্চলটি একটি চ্যালেঞ্জিং অঞ্চল, তবে একই সাথে এটি একটি উন্নয়নশীল অঞ্চল এবং এখানে অনেক সুযোগ রয়েছে এবং আমি নিশ্চিত যে এই অঞ্চলের ভবিষ্যৎ উজ্জ্বল।’
উল্লেখ্য সাফের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দলের সাবেক ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন ।