শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে অসহায়দের মাঝে শহর আলীর ঈদ উপহার বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে তরুন সমাজ সেবক শহর আলী ফকিরের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত কয়েক দিন ধরে ৩নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী বিতরণ করছেন তিনি। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- চিনি, দুই ধরনের সেমাই, আলু, পেঁয়াজ, পোলাও চাল ও ডাল।

ঈদ উপহার সামগ্রীর বিষয়ে কয়েকজন বলেন, প্রতিবার ঈদ এলে চিন্তাই থাকে ছেলে- মেয়েদের সেমাই খাওয়াতে পারবো কি না। তবে এবার শহর আলী ভাইয়ের কারণে সে দুশ্চিন্তা কেটে গেছে। এবার শুধু সেমাই না। ঈদের দিন পোলাও ও রান্না করবো। শহর আলী ফকির ভাই নিয়মিত আমাদের খোঁজ খবর রাখেন। এবার ঈদেও উপহার দিয়ে গেছেন। আল্লাহ তাঁর ভাল করুক।

এ ব্যাপারে তরুন সমাজ সেবক শহর আলী ফকির বলেন, আমি সারাজীবন মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তারই ধারাবাহিকতায় এবারও আমার এলাকার মানুষের পাশে আছি। আমি আমার সাধ্যমতো প্রায় সাড় ৬০০ অসহায় ও দুস্থ মানুষকে ঈদ উপহার দিতে পেরে আমি আনন্দিত। আমি চাই ঈদের আনন্দ আসুক সবার ঘরে। এলাকায় সবসময় থাকুক ঈদের আনন্দ।

সর্বশেষ