আকাশ দাশ সৈকত
পাকিস্তানের উইকেট ব্যাটিং বান্ধব হলেও বাংলাদেশ দলের বোলাররা দুর্দান্ত বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
পাকিস্তানের লাহারো আগামী ৫ই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ৬ দলের বিশ্বকাপ বাছাইপর্ব। যেখানে অংশ নিতে বৃহস্পতিবার দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। তবে তার আগেই
বুধবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যেমের মুখোমুখি হয়েছিলেন জ্যোতি। সেই সময় তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম, তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড–স্কটল্যান্ডের সঙ্গে খেলব।’
জ্যোতি যোগ করে আরো, ‘পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আবার আমাদের বোলাররাও সবসময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সবসময়, ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।
উল্লেখ্য ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশে এরপর ১৩ এপ্রিল তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আর ১৫ এপ্রিল তারা খেলনে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শেষ হবে বাংলাদেশের মেয়েরা। যেখান থেকে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে।